ঢাকা-১০ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন ৬ জন

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২০ ১৪:৩৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৭৬ বার।

শেখ ফজলে নূর তাপসের ছেড়ে দেওয়া ঢাকা-১০ সংসদীয় আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের সফিউল ইসলাম মহিউদ্দিন ও বিএনপির শেখ রবিউল আলমসহ ৬ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বুধবার রাজধানীর আগারগাঁওয়ে ইটিআই ভবনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জি এম সাহতাব উদ্দিনের কাছে প্রার্থীতার আবেদন জমা দেন তারা। আওয়ামী লীগ-বিএনপির প্রার্থী বাদে মনোনয়নপত্র জমা দেওয়া অপর চার প্রার্থী হলেন- জাতীয় পার্টির হাজী মো. শাহজাহান, বাংলাদেশ মুসলিম লীগের নবাব খাজা আলী হাসান আসকারী, বাংলাদেশ কংগ্রেসের মিজানুর রহমান চৌধুরী ও পিডিপির প্রেসিডিয়াম সদস্য কাজী আব্দুর রহিম। খবর সমকাল অনলাইন 

ঢাকা-১০ আসনে ২১ মার্চ ভোটের দিন রেখে নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, বুধবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ২৩ ফেব্রুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই ও ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত প্রত্যাহারের সুযোগ শেষে ১ মার্চ প্রতীক বরাদ্দ হবে।

ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সাহতাব উদ্দিন সাংবাদিকদের বলেন, ঢাকা-১০ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ (বুধবার)। সাতজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। তাদের মধ্যে ছয়জন জমা দিয়েছেন।

তিনি বলেন, ইতোমধ্যে উপনির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশন প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন করেছে। ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এ আসনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট হবে। ১১৭টি কেন্দ্রের সবগুলোইতেই ইভিএমে ভোট হবে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৪, ১৫, ১৬, ১৭, ১৮ ও ২২ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা ১০ আসনে একাদশ জাতীয় সংসদের সদস্য ছিলেন দক্ষিণ সিটি করপোরেশনের নব নির্বাচিত মেয়র শেখ ফজলে নূর তাপস। সিটি নির্বাচনে অংশ নিতে তিনি পদত্যাগ করায় আসনটি শূন্য হয়।