বগুড়ায় রেটিনা কোচিং থেকে ৯ শিবির কর্মী গ্রেফতার: মামলা দায়ের

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২০ ০৯:২১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৫৮৫ বার।

বগুড়ায়  শিবিরের ৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত ৮টার দিকে রেটিনা কোচিং সেন্টার থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, ইসলামী ছাত্র শিবির বগুড়া সরকারি আজিজুল কলেজ শাখার শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আব্দুল হাই সিদ্দিক, ফোকাস কোচিং সেন্টারের দপ্তর সম্পাদক ইউনুছ, ছাত্র শিবির শহর শাখার সহকারী শিক্ষা বিষয়ক সম্পাদক জুয়েল রানা, শিবিরের সাথী দেলোয়ার হোসেন সাঈদী, এনামুল হক, তৌহিদুল ইসলাম, আল আমিন, আব্দুর রহমান ও ছাত্র শিবিরের জেলা উত্তর শাখার সাবেক সভাপতি অ্যাডভোকেট সাইফুদ্দিন সিদ্দিক।
বৃহস্পতিবার  দুপুরে বগুড়া সদর পুলিশ এসআই জিলালুর রহমান বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে সদর থানায় নাশকতার পরিকল্পনার দায়ে মামলা করেন। 

মামলা সূত্রে  জানা যায়, সন্ধ্যার পর রেটিনা কোচিং সেন্টারে গোপন বৈঠকে বসে নাশকতার পরিকল্পনাসহ সরকার বিরোধী প্রচারণামূলক লিফলেট জনগণের মাঝে বিতরণের প্রস্তুতি নিচ্ছিল। পরে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫টি জিহাদি বইসহ সরকার বিরোধী লিফলেট উদ্ধার করা হয়।