আয়োজনে এসএমসি ও আরএসি

বগুড়ায় ৬০০ ছাত্রীদের মাঝে ফ্রি স্যানিটারি ন্যাপকিন বিতরণ

আকতারুজ্জামান সোহাগ
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২০ ১০:৫৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩৫৯ বার।

বগুড়ায় তালোড়ায় ৬০০ ছাত্রীদের মধ্যে ফ্রি স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় তালোড়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে স্যোশাল মার্কেটিং কোম্পানি(এসএমসি) এবং রিহ্যাবিলিটেশন ফর এ্যাবিউজড চাইল্ড(আরএসি)এর উদ্যোগে ওই স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়। এছাড়াও বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্যবিধি, শিশু ও যৌন নির্যাতন প্রতিরোধে করণীয় বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

তালোড়া বালিকা উচ্চ বিদ্যালয় এর সভাপতি আবু তাহের এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালোড়া পৌরসভা মেয়র আমিরুল ইসলাম বকুল। এছাড়া অন্যান্যদের মাঝে এসএমসি’র ঢাকা ডিভিশনের প্রধান কাজী মোঃ জাফরুল্লাহ, এসএমসি'র হেড অব নর্থ সাউথ রিজিউন শফিকুল ইসলাম, আরএসি এর সভাপতি সাজিয়া আফরিন সোমা, সেলস ম্যানেজার বগুড়া এর আবুল হায়াত, সিনিয়র সেলস প্রমোশন অফিসার শামিম শাহরিয়ার, আরএসি'র সহ-সভাপতি সামছুল ইসলাম টুটুল ও সিনথিয়া ইসলাম।