বগুড়ার শেরপুরে সচেতনতামূলক উঠান বৈঠক করলেন জেলা প্রশাসক

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২০ ১৪:২৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২১৭ বার।

বগুড়ার শেরপুরে বাল্যবিবাহ, সন্ত্রাস, জঙ্গিবাদসহ বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের খন্দকারটোলা ঐতিহাসিক খেরুয়া মসজিদ চত্বরে উপজেলা তথ্যকেন্দ্রের আয়োজনে ওই বৈঠক অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহম্মেদ। তথ্যসেবা কর্মকর্তা হাবিবা খানমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জামশেদ আলাম রানা, শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ, মহিলা বিষয়ক কর্মকর্তা সুবির কুমার পাল। এছাড়া অন্যান্যের মধ্যে ইউপি সদস্য মাহমুদুল হাসান লিটন, ইউপি সচিব ইকবাল হাসান, তথ্যসেবা সহকারী সোনিয়া সামাদ, শুক্লা রানী এবং সমাজসেবক এরশাদ হোসেন।