অপরাধমুক্ত সুন্দর সমাজ গঠনে ধর্মীয় রীতিনীতি মেনে চলতে হবে- পুলিশ সুপার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২০ ১৪:৩৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৬৪ বার।

বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম (বার) বলেছেন, সবাইকে ধর্মীয় রীতিনীতি মেনে চলতে হবে। ইসলাম শান্তির ধর্ম, এখানে সন্ত্রাস, জঙ্গীবাদের কোন স্থান নেই। যারা ধর্মের অপব্যাখা দিয়ে তরুন যুবসমাজকে বিপথগামী করছে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে হবে। অপরাধমুক্ত সুন্দর সমাজ গঠনে ধর্মীয় অনুশাষন মেনে চলার বিকল্প নাই। ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে সকলকে এগিয়ে আসতে হবে। সমাজের সামর্থবানদের মসজিদ নির্মানে সহযোগিতার হাত বাড়ানোর জন্য তিনি আহবান জানান।

বুধবার রাতে বগুড়া শহরের উপ-শহর জামে মসজিদের ৪ তলা ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মসজিদ কমিটির সভাপতি হারুনার রশিদ এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী, বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মতর্কা এমএস বদিউজ্জামান, বগুড়া পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ সার্জিল আহমেদ টিপু, উপ-শহর পুলিশ ফাঁড়ীর ইনচার্জ আব্দুল গফুর, উপ-শহর জামে মসজিদের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান ও আব্দুল হালিম শেখ।