শেষ ওভারের রোমাঞ্চে ভারতকে হারাল অস্ট্রেলিয়া

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০১৮ ১২:২৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৩৯ বার।

শিখর ধাওয়ানের ঝড়ো ব্যাটিংয়ের পর দিনেশ কার্তিক ও ঋষভ পন্থের জুটিতে অস্ট্রেলিয়াকে আরেকবার লজ্জা দেওয়ার পথে ছিল ভারত। কিন্তু মার্কাস স্টোইনিসের এক ওভার পাল্টে দিলো ম্যাচের দৃশ্যপট। শেষ ওভারে তার চমৎকার বোলিংয়ে প্রয়োজনীয় ১৩ রান করতে ব্যর্থ হলো ভারত। বৃষ্টিবিঘ্নিত প্রথম টি-টোয়েন্টিতে ৪ রানে জয়ের স্বাদ পেল অস্ট্রেলিয়া। এতে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল স্বাগতিকরা।

ব্রিসবেনে উলুংগ্যাবায় বৃষ্টির কারণে ম্যাচ দাঁড়ায় ১৭ ওভারের। তাতে ৪ উইকেটে ১৫৮ রান করে অস্ট্রেলিয়া। বৃষ্টি আইনে ভারতের লক্ষ্য দাঁড়ায় ১৭৪ রানের, ৭ উইকেটে ১৬৯ রানে থামে সফরকারীরা।

আগে ব্যাট করে উদ্বোধনী জুটি লম্বা করতে পারেনি অস্ট্রেলিয়া। পঞ্চম ওভারের প্রথম বলে খলিল আহমেদের শিকার হন ডি’আর্চি শর্ট (৭)। অধিনায়ক অ্যারন ফিঞ্চ একদিকে সতর্ক থাকলেও আগ্রাসী ছিলেন ক্রিস লিন। ২৫ বলে ৪০ রানের জুটি গড়েন তারা।

কুলদীপ যাদবের স্পিনে টানা দুই ওভারে বিদায় নেন ফিঞ্চ ও লিন। ২৪ বলে ২৭ রান করেন ফিঞ্চ। লিনের ২০ বলে ৩৭ রানের ইনিংসে ছিল ১ চার ও ৪ ছয়।

তাদের দুজনের পথে হেঁটে সর্বোচ্চ ৭৮ রানের জুটি গড়েন গ্লেন ম্যাক্সওয়েল ও মার্কাস স্টোইনিস। ১৭তম ওভারের প্রথম বলে বৃষ্টির কারণে ম্যাচ আধ ঘণ্টার মতো বন্ধ ছিল। ম্যাচ নির্ধারণ করা হয় সর্বোচ্চ ১৭ ওভারের। তাতে শেষ ৫ বলে খুব বেশি অবদান রাখতে পারেনি অসিরা।

নেমেই ফিরে যান ম্যাক্সওয়েল। ২৪ বলে ৪টি ছয়ে ইনিংস সেরা ৪৬ রান করেন তিনি। ১৯ বলে ৩ চার ও ১ ছয়ে ৩৩ রানে অপরাজিত ছিলেন স্টোইনিস।

বৃষ্টি আইনে ভারতের লক্ষ্যে যোগ হয় আরও ১৫ রান। তারপরও শিখর ধাওয়ানের অাগুনঝরা ব্যাটিংয়ে দারুণ শুরু হয় তাদের। রোহিত শর্মা (৭), লোকেশ রাহুল (১৩) ও বিরাট কোহলির (৪) কাছ থেকে উপযুক্ত সঙ্গ পাননি তিনি। তবে জয়ের সম্ভাবনা ধরে রেখে ব্যাট করে যান ধাওয়ান। ৪২ বলে ১০ চার ও ২ ছয়ে ৭৬ রান করেন এই ওপেনার।

যদিও ২৪ রানের ব্যবধানে ভারতের ৩ উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়া ম্যাচে উত্তেজনা ফেরায়। কিন্তু ঋষভ পন্থ ও দিনেশ কার্তিকের ঝড়ো জুটিতে সহজ জয়ের ইঙ্গিত দিয়েছিল ভারত। ইনিংস শেষ হওয়ার ৯ বল আগে বাজে শট খেলে পন্থ আউট হন। ২০ রানে এন্ড্রু টাইয়ের শিকার হন তিনি। ম্যাচের মোড় ঘুরে যায় তখনই। 

শেষ ওভারে ভারতের প্রয়োজন ছিল ১৩ রান। কার্তিকের সঙ্গে ক্রিজে ছিলেন ক্রুনাল পান্ডিয়া। বল হাতে নেন স্টোইনিস। প্রথম বলে দুটি রান নেওয়া ক্রুনাল স্লগ সুইপে তৃতীয় বলে ম্যাক্সওয়েলের দুর্দান্ত ক্যাচে মাঠ ছাড়েন। পরের বলে কার্তিকও উইকেট হারান। ১৩ বলে ৪টি চার ও ১ ছয়ে ৩০ রানে বেহরেনডোর্ফের ক্যাচ হন তিনি। দুটি উইকেট নিয়ে মাত্র ৮ রান দিয়ে দলের দারুণ জয় নিশ্চিত করেন স্টোইনিস। ক্রিকইনফো