বিইউজে’র মহান একুশে উদযাপন

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২০ ০৯:২০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২২৯ বার।

মহান একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় বক্তারা বলেছেন, বাংলা ভাষা আজ আর শুধু বাঙালির গর্বের ভাষা নয়, এটি এখন বিশ^বাসীর কাছেই মর্যাদার ভাষা। বাংলাই এখন বিশে^র অন্যান্য ভাষার মর্যাদা প্রতিষ্ঠার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। একারণে মহান একুশে যেমন বাঙালির কাছে শোকের দিন, তেমনি সেই দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে গর্বেরও। তবে পরিতাপের বিষয় এখনও সর্বস্তরে মাতৃষাভার প্রচলন নিশ্চিত করা সম্ভব হয়নি। অবিলম্বে সর্বস্তরে মাতৃভাষার প্রচলন নিশ্চিত করতে হবে।


বগুড়া সাংবাদিক ইউনিয়ন(বিইউজে) আয়োজিত আলোচনা সভায় বক্তরা এসব কথা বলেন। বিইউজে’র সভাপতি আমজাদ হোসেন মিন্টুর সভাপতিত্বে বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে শুক্রবার বেলা সাড়ে ১১টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিইউজে’র সাধারণ সম্পাদক জে এম রউফের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের(বিএফইউজে) নির্বাহী পরিষদ সদস্য ও বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন, বিইউজের সদস্য মুরশিদ আলম, কমলেশ মোহন্ত সানু, শফিউল আযম কমল, আব্দুস সালাম বাবু, তানসেন আলম, এম সারওয়ার খান, আব্দুর রহমান টুলু, গৌরব চন্দ্র দাস, ফরহাদুজ্জামান শাহী, ইলিয়াস হোসেন, খায়রুল আহসান, শাহনেওয়াজ শাওন প্রমুখ।


বক্তারা বলেন, সর্বস্তরে বাংলা ভাষার প্রচলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের যে উদ্যোগ তা ৭৫ পরবর্তী সময়ে স্তিমিত হয়ে যায়। পরবর্তীতে উচ্চ আদালত নির্দেশ দিয়েও সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন নিশ্চিত করা যায়নি। এক্ষেত্রে প্রশাসনিক উদ্যোগ গ্রহণ জরুরি হয়ে পড়েছে। বক্তারা বগুড়াবাসীর দীর্ঘদিনের দাবি পূর্ণাঙ্গ শহীদ মিনার নির্মাণ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে বলেন, যেকোন মূল্যে বগুড়ায় অবিলম্বে জনদাবি অনুযায়ী শহীদ মিনার নির্মাণ করতে হবে।


এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে দিবসের সূচনালগ্নে বগুড়া কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়।