নওগাঁয় ৭দিন ব্যাপী বই মেলার সমাপনি অনুষ্ঠানে মাদকের বিরুদ্ধে শপথ পাঠ

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২০ ১২:১২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৬৫ বার।

নওগাঁয় অমর একুশে ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ৭দিন ব্যাপী বই মেলা ও অনুষ্ঠান কর্মসূচির সমাপনি আলোচনা সভা,শপথ ব্যাক্য পাঠ ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয়েছে। শুক্রবার সন্ধ্যায় নওগাঁ কে,ডি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সামাজিক সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ নওগাঁর আয়োজনে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
সংগঠনের সভাপতি এ্যাড: ডি,এম আব্দুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ এ,কে,এম শহীদুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দেশ বরেন্য লেখক ও গবেষক এবং একুশের পদকপ্রাপ্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক স্বরোচিষ সরকার, সংগঠনের উপদেষ্টা সাবেক এমপি ওহিদুর রহমান, সংগঠনের সাধারন সম্পাদক এম,এম রাসেল, যুগ্ম সম্পাদক মনোয়ার হোসেন লিটন বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রিজভী, সাধারন সাধারন আমানুজ্জামান শিউলসহ । এই  সাতদিন ব্যাপী বই মেলায় নাটক, আবৃতি, ভাষার গান, নৃত্য ও সাহিত্য-সংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে  প্রধান অতিথি নওগাঁ জেলা ও দায়রা জজ এ কে এম শহীদুল ইসলাম পুরস্কার বিতরণ করেন। এসময় প্রধান অতিথি মাদক ও জঙ্গীবাদ নির্মুলের জন্য সবাইকে শপথ বাক্য পাঠ করান এবং আ: জব্বার নামের এক ভাষা সৈনিককে (মরোনত্তর) পদক ক্রেষ্ট ও উত্তরীও প্রদান করেন। এসময় একুশে পরিষদের উদ্যোগে জেলার বদ্ধভুমি নিয়ে গবেষনামুলক বই “রক্ত ঋন ১৯৭১“ নামের একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। পরে শতকন্ঠে জাগরনের গান ও নৃত্য পরিবেশিত হয় এবং নাটক মঞ্চস্থ হয়। বই মেলার সমাপনি দিনে ক্রেতা ও দর্শনার্থীদের ছিল উপচে পড়া ভীড়। বিভিন্ন বয়সের নারী পুরুষর ছাত্র-ছাত্রীরা বই কিনতে ব্যস্ত ছিল তারা।