নতুন মাইলফলকের সামনে তামিম

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২০ ১২:২০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৮০ বার।

আরও একটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন তামিম ইকবাল। জিম্বাবুয়ে-বাংলাদেশের মধ্যকার ১০০তম ম্যাচে আর মাত্র ২৭ রান করলেই সব ধরনের ক্রিকেটে ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন দেশ সেরা এ ওপেনার।

দেশের হয়ে ৫৯টি টেস্ট ম্যাচ খেলে ইতিমধ্যে ৯টি সেঞ্চুরি ও ২৭টি ফিফটির সাহায্যে ৪ হাজার ৩৬৪ রান করেছেন তামিম।

ওয়ানডে ক্রিকেটে ২০৪ ম্যাচ খেলে ১১টি সেঞ্চুরি ও ৪৭টি ফিফটির সাহায্যে ৬ হাজার ৮৯২ রান করেছেন বাঁ-হাতি এ ওপেনার।

আর টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে ৭৭টি ম্যাচ খেলে একটি সেঞ্চুরি ও ৭টি ফিফটির সাহায্যে ১ হাজার ৭১৭ রান করেছেন তামিম ইকবাল।

৩০ বছর বয়সী এ ওপেনার দেশের হয়ে ইতিমধ্য টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে ৩৪০টি ম্যাচ খেলে ২১টি সেঞ্চুরি আর ৮১টি ফিফটির সাহায্যে ১২ হাজার ৯৭৩ রান করেছেন।

জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুর শেরেবাংলায় চলমান টেস্টে আর মাত্র ২৭ রান করলেই প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে ১৩ হাজার রানের নতুন মাইলফলক স্পর্শ করবেন তামিম ইকবাল।