করোনা ঠেকানোর সুযোগ কমে যাচ্ছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২০ ১২:২৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৮৯ বার।

নভেল করোনাভাইরাস তথা কোভিড-১৯ মোকাবিলা আদৌ সম্ভব হবে কি না, সেটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান।

ডা. টেডরস আধানম গেব্রেয়াসাস বলেন, ভাইরাসটিকে ঠেকানোর মতো সুযোগ সীমিত বা সংকীর্ণ হয়ে আসছে।

শনিবার চীনের স্বাস্থ্য কর্তৃপক্ষ বলেছে, করোনাভাইরাসে মৃত্যু এবং নতুন করে আক্রান্তের সংখ্যা কমে আসছে।

কিন্তু দক্ষিণ কোরিয়া, ইতালি, ইরান এবং অন্য দেশে এই সংখ্যা বাড়ছে।

চীনের বাইরে ২৬টি দেশে কমপক্ষে ১২০০ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং আট জন মারা গেছেন বলে নিশ্চিত হওয়ার কথা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

ডা. টেডরস বলেন, ‘চীনের বাইরে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা তুলনামূলকভাবে কম বলা হলেও সংক্রমণের ধরন উদ্বেগজনক।’

‘যেসব সংক্রমণের ক্ষেত্রে প্রাদুর্ভাবের কোনো যোগসূত্র পাওয়া যাচ্ছে না অর্থাৎ প্রাদুর্ভাবের শিকার এলাকায় ভ্রমণ করার কোনো উল্লেখ নেই অথবা আগে কোনো আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসারও কোনো উল্লেখ পাওয়া যাচ্ছে না সেসব সংক্রমণ নিয়ে আমাদের উদ্বেগ রয়েছে।’