নওগাঁয় মাছ ধরা নিয়ে সংঘর্ষে আহত মৎসজীবীর মৃত্যু

নওগাঁ (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২০ ১০:৩৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৩৮ বার।

নওগাঁর আত্রাইয়ের নাগর নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত ফজর আলী (৫৫) নামে এক মৎসজীবী নিহত হয়েছে। রোববার রাজশাহী মেডিকেল কলেজে (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত ফজর আলী উপজেলার বিশা ইউনিয়নের সাধনগর গ্রামের মৃত লছির উদ্দিন প্রামাণিকের ছেলে।

জানা গেছে, সাধনগর গ্রামের পাশে দিযে বয়ে যাওয়া নাগরনদে সাধনগর মৎস্যজীবী সমবায় সমিতির আওতায় মৎসজীবীরা মাছ আহরন করে জীবিকা নির্বাহ করে আসছে দীর্ঘদিন থেকে। গত ৪ ফেব্রুয়ারী বিকেলে ওই নদে মৎসজীবীরা মাছ মারতে গেলে এলাকার প্রভাবশালী আব্বাস আলী, জান্নাত আলী ও তার ভাড়াটিয়া লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মৎসজীবীদের হামলা করে। এসময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে ফজর আলীসহ ৪ মৎসজীবী আহত হয়। আহতদের মধ্যে গুরুত্বর অবস্থায় ফজর আলীকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেম উদ্দিন বলেন, কয়েকদিন আগে নিহতের স্ত্রী বিবিজান বাদী হয়ে আদালতে মামলা করেছেন।