ধামইরহাটে আদিবাসীদের সম্পত্তি জবর দখল চেষ্টার অভিযোগ

নওগাঁ (বগুড়া) প্রতিনিধিঃ
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২০ ১০:৪৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১১৬ বার।

নওগাঁর ধামইরহাটে আদিবাসী সম্প্রদায়ের সম্পত্তি জবর দখলের চেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। রোববার বিকেলে ধামইরহাট প্রেসক্লাবে স্থানীয় আদিবাসী সমাজের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়েছে।

বাংলাদেশ সান্তাল বাইসির কেন্দ্রীয় কমিটির সভাপতি এসসি আলবার্ট সরেন লিখিত অভিযোগে বলেন, উপজেলার ধামইরহাট ইউনিয়নের জগৎনগর মৌজার  ১০৭ নং খতিয়ানের বিভিন্ন দাগে ৫.১৯ একর এবং জগদল মৌজা ১৮৭ নং খতিয়ান কয়েকটি দাগে ২.৯৭ একর জমি রয়েছে। ওই দুই মৌজার মোট জমির মধ্যে থেকে ৭.৫০ একর জমি জগদল গ্রামের মৃত রাগাৎ বাস্কের ছেলে যোসেফ বাস্কে ভোগ দখল করছেন।

তিনি লিখিত অভিযোগে বলেন, ওই দখলীয় সম্পত্তি মইশড় গ্রামের মৃত খালেকুজ্জামান মাস্টারের দুই ছেলে আবু সাঈদ মো. জাহাঙ্গীর আলম ও রেজাউন নবী গং এবং ধামইরহাট পৌরসভার উত্তর চকযদু মহল্লার মৃত নজিমুদ্দিনের দুই ছেলে মো.আইয়ুব হোসেন ও আব্দুল মান্নান গং জবর দখলের পাঁয়তারা করছে। ওই জমি ছেড়ে দেয়ার জন্য প্রায় হুমকি-ধামকি প্রদান করছে। বিষয়টি নিয়ে যোসেফ বাস্কে বাদী হয়ে ধামইরহাট থানায় চলতি মাসের ২২ ফেব্রুয়ারী একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অপরদিকে যোসেফ বাস্কে মহামান্য হাইকোর্ট রিভিশন মামলা ৪৪৩৯/২০১৪ দায়েরের প্রেক্ষিতে মহামান্য আদালত গত ২০১৭ সালের ডিসেম্বর মাসের ১৩ তারিখে ওই জমিতে স্থায়ী স্টাটাসকো আদেশ দেন। আদালতে নিষেধাজ্ঞা অমান্য করে জাহাঙ্গীর গং ওই জমি দখলের পাঁয়তারা করছে। এমতাবস্থায় আদিবাসী সমাজের পক্ষ থেকে দখলীয় সম্পত্তিতে যেন কোনভাবে ওই মহলটি জবর দখল করতে না পারে সে ব্যাপারে সরকারের আইন শৃঙ্খলা বাহিনী ও সিভিল প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন। এছাড়া বিষয়টির সুষ্টু সমাধানের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টিও কামনা করছেন তারা।

এসময় উপস্থিত ছিলেন যোসেফ বাক্সে, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা এক্কা, কুরশীদ পাহান, নরেন হাসদা, সুরেশ উরাও, আদিবাসী নেত্রী সুরমনি পাহান, সাবেক পারগানা চুড়কা মার্ডী, সহকারি অধ্যাপক আননচিয়েতা মারার্ন্ডী, বাংলাদেশ সান্তাল পরিষদের ধামইরহাট উপজেলা সেক্রেটারী দীনেশ বাস্কে, মুক্তিযোদ্ধা মার্টিন হাসদা এবং আদিবাসী যুবনেতা রিপন বাস্কে।