ভ্রাম্যমাণ আদালতের অভিযান

বগুড়ায় দুটি রাইসমিলকে ৮০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২০ ১৫:৫৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৭৮ বার।

পাটের পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় বগুড়ায় দুটি রাইসমিলকে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার জেলার দুপচাঁচিয়া উপজেলার তিশিগাড়ী ও সাহারপুকুর এলাকায় অভিযানকালে ওই অর্থদণ্ড দেওয়া হয়। এসময় আদালতের কার্যক্রমে সহযোগিতা করে বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।

এপিবিএনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জহুরুল ইসলাম ও মাজহারুল ইসলামের পরিচালনায় ৩ ঘন্টার ওই অভিযান চালানো হয়। প্লাস্টিকের বস্তা ব্যবহারের অপরাধে এসময় আদালত 'মেসার্স নুসরাত চাউল ঘর'র ম্যানেজার জুলফিকার আলীকে ৪০ হাজার এবং 'মেসার্স মিলা অটো রাইস মিল'র ম্যানেজার মুনসুর মণ্ডলকে ৪০ হাজার করে মোট ৮০ হাজার টাকা জরিমানা প্রদান করেন।