বগুড়ার ধুনটে একুশে বই মেলার সমাপ্তি

ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২০ ১২:৩০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৬৭ বার।

বগুড়ার ধুনট উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে প্রথমবারের মত আয়োজিত ৩ দিনব্যাপী একুশে বইমেলা সমাপ্ত হয়েছে।

রোববার রাত ৯টায় ধুনট উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে একুশে বইমেলার সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন।

উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বগুড়া সরকারি আযিযুল হক কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মতিয়ার রহমান সাজু, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শ্রাবণ।

উল্লেখ্য, প্রথমবারের মত আয়োজিত একুশে বইমেলায় ১০টি ষ্টলে দেশ বিদেশের বিখ্যাত ব্যক্তিদের লেখা গল্প, কবিতা, উপন্যাস, নাটক এবং শিশুতোষ বই স্থান পেয়েছিলো। আগত দর্শকদের জন্য ধুনট ফটোগ্রাফিক সোসাইটির আয়োজনে আলোকচিত্র প্রদর্শনী এবং  ছবি তোলার জন্য ছিলো সেলফি কর্ণার। কবিতা পাঠের আসর ছাড়াও মেলা প্রাঙ্গনে চিত্তবিনোদনের জন্য ধুনট উপজেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে প্রতিদিনই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। মেলার শেষদিনে ফরমান আলী বাবুর ভৌগলিক কবিতাগুচ্ছ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।