ইউজিসির ভর্তি পরীক্ষায় যাচ্ছে না ঢাকা বিশ্ববিদ্যালয়

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২০ ১২:৪৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৭৬ বার।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) আয়োজনে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষায় যাচ্ছে না ঢাকা বিশ্ববিদ্যালয়। এর আগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইউজিসির কেন্দ্রীয় পরীক্ষায় অংশ নেবে না বলে জানায়। 

এরপর সোমবার ঢাবিও জানায় তারা নিজেদের স্বাতন্ত্র্য অনুযায়ী আগের মতোই স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা নেবে।

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিষদের (অ্যাকাডেমিক কাউন্সিল) সভায় এ সিদ্ধান্ত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি এ এস এম মাকসুদ কামাল গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার বুয়েট ও পরদিন বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইউজিসির কেন্দ্রীয় পরীক্ষায় না যাওয়ার সিদ্ধান্ত নেয়।

জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়েরও কেন্দ্রীয় ভর্তি পরীক্ষায় যাওয়ার বিষয়ে তাদের অনাগ্রহের কথা জানিয়েছে।

ইউজিসি মানবিক, বিজ্ঞান ও বাণিজ্য শিক্ষার্থীদের জন্য তিনটি ভর্তি পরীক্ষা নেয়ার প্রস্তাব দেয়। শুরু থেকে এ নিয়ে অনাগ্রহ দেখিয়ে আসছিল বুয়েট এবং ৭৩ এর আদেশে চলা স্বায়ত্তশাসিত চার বিশ্ববিদ্যালয়। এর মধ্যে তিনটি ইতিমধ্যে আনুষ্ঠানিক ভাবে কেন্দ্রীয় পরীক্ষায় না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।