বগুড়ায় প্রত্ননাটক 'মহাস্থান' শুরু হচ্ছে শুক্রবার থেকে

অরূপ রতন শীল
প্রকাশ: ২২ নভেম্বর ২০১৮ ০৭:৪৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩০৪ বার।

সোয়া  দুই ঘণ্টায় আড়াই হাজার বছরের ইতিহাস-  এ যেন নাটক নয়, মহানাটক! বাংলায় হাজার বছরের ঐতিহ্যের যে প্রাচুর্যময় সম্ভার রয়েছে, প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো তার মধ্যে অন্যতম। তবে এই নিদর্শনগুলোর মধ্যে বগুড়ার মহাস্থানগড় বিশেষ তাৎপর্যপূর্ণ। আর এই মহাস্থানগড় নিয়েই মঞ্চায়িত হতে যাচ্ছে  প্রত্ননাটক ‘মহাস্থান’ । বগুড়ার  শিবগঞ্জের ভাসুবিহারে ২৩ ও ২৪ নভেম্বর নাটকটির  মঞ্চায়ন উপলেক্ষ্যে সকাল সাড়ে ১০ টায় বগুড়া জেলা প্রশাসনের হল রুমে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ওই সংবাদ সম্মেলনে মহাস্থান নাটক মঞ্চায়নের সার্বিক প্রস্তুতি এবং উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। তিনি জানান, ‘মহাস্থান’ নাটকটি ইতিহাসনির্ভর। কিন্তু ইতিহাসের সত্য আর শিল্পের সত্য এক নয়। শিল্পে অনেক রস যোগ করতে হয়। তাই নাটকটিতে চেষ্টা করা হয়েছে সত্য ঘটনা শিল্পের মাধ্যমে উপস্থাপনের ।  ড. সেলিম মোজাহার-এর রচনায় বাংলাদেশ শিল্পকলা একডেমি প্রযোজিত ওই প্রত্ননাটকটিতে ৩৫০ জন শিল্প-কলাকুশলীর অংশগ্রহণ করবে।

তিনি বলেন, ‘উদ্বোধনী অনুষ্ঠান ৫টায় শুরু করা হলেও দর্শকরা বেলা ৩টায় এবং পরের দিন ২৪ নভেম্বর অনুষ্ঠান শুরুর এক ঘন্টা আগে প্রবেশ করতে পারবেন।‘

 তিনি  আরও বলেন, ‘বিভিন্ন প্রত্নতাত্ত্বিক স্থান নিয়ে দীর্ঘদিন ধরে প্রত্ননাটক করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। মূলত নতুন প্রজন্মের সামনে ইতিহাস ঐতিহ্য উপস্থাপনের পাশাপাশি আমাদের যে সম্প্রীতি ও সহাবস্থানের আলোকিত অধ্যায় রয়েছে সেটাকে ‘মহাস্থান’ নাটকে নান্দনিকভাবে প্রকাশের চেষ্টা করা হয়েছে। এর আগে নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহার এবং নরসিংদীর উয়ারী-বটেশ্বর স্থাপনা নিয়ে দুটি প্রত্ননাটক বাংলাদেশ শিল্পকলা একাডেমি মঞ্চস্থ করেছে।‘

তিনি জানান, ২৩ নভেম্বর বিকেল ৫টায়  মঞ্চায়নের ১ম দিনের  উদ্বোধন করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাসির উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট কথাসাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হক। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মঞ্চসারথি আতাউর রহমান, বিশিষ্ট নাট্যজন অধ্যাপক আবদুস সেলিম, প্রত্নতত্ত্ব অধিদফতরের মহাপরিচালক মো. আলতাফ হোসেন, বগুড়া জেলার জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ, বগুড়া জেলার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা।

প্রত্ননাটক ‘মহাস্থান’ মঞ্চায়ন উপলক্ষ্যে ওই সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ। প্রশ্নোত্তর পর্বে  সাংবাদিকদের পক্ষ থেকে বিভিন্ন প্রশ্ন করেন বাংলাভিশন বগুড়া জেলা প্রতিনিধি আব্দুর রহিম বগরা,দৈনিক জনকণ্ঠের সমুদ্র হক, যমুনা টিভির জেলা প্রতিনিধি মেহেরুল সুজন, ডিবিসি টিভির জেলা প্রতিনিধি রাকিব জুয়েল এবং দৈনিক ইনকিলাবের জেলা প্রতিনিধি মহসীন আলী রাজু।  এছাড়াও ওই সংবাদ সম্মেলনে  জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সাংস্কৃতিককর্মী উপস্থিত ছিলেন।