পরিবেশ অধিদপ্তরের অভিযান

বগুড়ায় ৬ ইটভাটাকে ২৬ লাখ টাকা জরিমানা

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২০ ১৪:৩৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৮২ বার।

বগুড়ার শাজাহানপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে বড় ধরণের অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিচালিত অভিযানে উপজেলার নয়মাইল এলাকায় ২টি, খলিশাকান্দি এলাকায় ৪টি এবং সুজাবাদ এলাকায় ১টি সহ মোট ৬টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমান আদালত বসিয়ে ২৬ লাখ টাকা জরিমানা আদায় করেছেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: মাকছুদুল ইসলাম।

 
নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: মাকছুদুল ইসলাম জানিয়েছেন, ইট পোড়ানোর লাইসেন্স এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নবায়ন না থাকা, কৃষি জমি ও কৃষি জমির উর্বর মাটি ইটভাটায় ব্যবহার করা এবং সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত ফিক্সড চিমনীর ইটভাটা পরিচালনার দায়ে ভ্রাম্যমাণ আদালতে ভাটা মালিকদের জরিমানা করা হয়েছে। যে সকল ইটভাটায় অভিযান পরিচালিত হয়েছে সেগুলো হলো- নয়মাইল এলাকায় এম.এইচ.এফ ব্রিক্স (ফিক্সড চিমনী) এর ৫ লাখ টাকা, এম.এইচ.এফ ব্রিক্স (জিগজ্যাগ) এর ১ লাখ টাকা, খলিশাকান্দি এলাকায় এলজিবি ব্রিক্স এর ২ লাখ ৫০ হাজার টাকা, এল.জি.বি ব্রিক্স-২ এর ৫ লাখ টাকা, সুমি ব্রিক্স এর ৪ লাখ টাকা, এস.এস.বি ব্রিক্স এর ২ লাখ ৫০ হাজার টাকা এবং সুজাবাদ এলাকায় আর.এস.বি ব্রিক্স এর ৬ লাখ টাকা জরিমানা করা হয়।