না.গঞ্জে গ্যাসের আগুনে দগ্ধ আরও ২ জনের মৃত্যু

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২০ ০৬:৩৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৯৭ বার।

নারায়ণগঞ্জ সাইনবোর্ড সাহেব পাড়ায় বাসায় জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণে দগ্ধ আটজনের আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা পাঁচজনে দাঁড়িয়েছে। খবর দেশ রুপান্তর অনলাইন।

মঙ্গলবার সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সোমবার দিবাগত রাত ১২টায় মারা যায় আপন (১০)। সকাল সাড়ে ৭টায় মারা যায় তার চাচা হিরন মিয়া (৩০)।

এর আগে সোমবার সকাল ৬টার দিকে ইমন এবং এর আগে ইমনের বাবা কিরন মিয়া ও দাদি নুরজাহান বেগমের মৃত্যু হয়।

সামন্ত লাল আরও জানান, হিরনের শরীরের ২২ শতাংশ ও আপনের ২০ শতাংশ দগ্ধ ছিল।

গত ১৭ ফেব্রুয়ারি ভোরে সাইনবোর্ডের একটি বাসায় জমে থাকা গ্যাস বিস্ফোরণে দগ্ধ হয় একই পরিবারের আটজন।

এতে দগ্ধ হন- আবুল হোসেন ইমন (২৩), তার ছোট ভাই মাদ্রাসাছাত্র আপন (১০), তাদের বাবা মো. কিরণ মিয়া (৫০), চাচা মো. হিরন মিয়া (৩০), দাদি নুরজাহান বেগম (৭০), চাচি মুক্তা বেগম (২০), চাচাতো বোন  ইলমা (৩) এবং ফুপাতো ভাই স্কুলছাত্র কাউছার আহমেদ (১৩)।