ঢামেক নার্সিং ক্যানটিনের সামনে কুকুরের মুখে নবজাতক

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২০ ০৬:৩৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১০০ বার।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নার্সিং ক্যানটিনের সামনে কুকুরের মুখ থেকে একটি নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। খবর দেশ রুপান্তর অনলাইন।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে নবজাতকটির লাশ উদ্ধার করা হয়েছে বলে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মহসীন জানান।

প্রত্যক্ষদর্শীরা বলেন, উদ্ধারের আগে কয়েকটি কুকুরের মুখে ছিল নবজাতকটি। পুলিশ আসার আগে কুকুর ওই নবজাতকের শরীরের নিচের অংশ খেয়ে ফেলে।

জানা গেছে, সকালের দিকে কয়েকটি কুকুর মুখে করে একটি নবজাতক নিয়ে ক্যানটিনের সামনে আসে। লোকজন তা দেখে চিৎকার শুরু করলে পাশে থাকা আনসার সদস্যরা দ্রুত কুকুর তাড়িয়ে নবজাতকটিকে প্লাস্টিকের ব্যাগ দিয়ে ঢেকে দেয়।

পরে শাহবাগ থানাকে বিষয়টি জানানো হয়। এসআই মহসীন সকাল সাড়ে ৯টার দিকে ওই নবজাতকের লাশ উদ্ধার করে ঢামেক হাসপাতালের মর্গে নিয়ে যান।