৫জি নিয়ে সুখবর দিল ‍যুক্তরাজ্য

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২০ ০৬:৪০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৮৫ বার।

পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক ৫জি ব্যবহারে কোনো স্বাস্থ্য ঝুঁকি ‍খুঁজে পায়নি যুক্তরাজ্য । দেশটি ৫জি-ভিত্তিক একাধিক স্টেশনে প্রথমবারের মতো পরীক্ষা চালিয়ে এই খবর দিয়েছে।

পৃথিবীর বিভিন্ন দেশে ৫জি মোবাইল বিক্রি শুরু হয়ে গেছে। পরীক্ষামূলকভাবে এই নেটওয়ার্ক চালুও হয়েছে কয়েকটি শহরে। কয়েক বছর ধরে বলা হচ্ছে, এই নেটওয়ার্ক মানব শরীরের জন্য ক্ষতিকর হতে পারে।

কিন্তু ব্রিটেনের নিয়ন্ত্রক সংস্থা অফকম বলছে, ৫জি প্রযুক্তি চালুর পর শনাক্তযোগ্য কোনো ঝুঁকি পাওয়া যায়নি।

৫জি ব্যান্ডের সর্বোচ্চ ফলাফল এসেছে ০.০৩৯ শতাংশ। যেটি রেডিয়েশন সুরক্ষা সম্পর্কিত আন্তর্জাতিক কমিশনের নির্ধারিত মাত্রার ভেতরে। অর্থাৎ এটি ডিএনএ এবং কোষের কোনো ক্ষতি করবে না।

অফকমের একজন মুখপাত্র বিবিসিকে বলেন, ‘প্রতিটি সাইটের নির্গমনের হার ক্ষুদ্র ভগ্নাংশের ভেতরে আছে।’

এই পরীক্ষা করা হয়েছে ব্রিটেনের ১০টি শহরে, যেখানে ৫জি চালিত মোবাইল-ভিত্তিক স্টেশন স্থাপন করা হয়েছে।