আয়োজনে লাইট হাউস

নারীর নিরাপদ অভিবাসন ও মানব পাচার রোধে বগুড়ায় সাংবাদিকদের কর্মশালা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২০ ০৭:৪৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৬১ বার।

বাংলাদেশে নারীর নিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধের উপর বগুড়ায় সাংবাদিকদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১ লাইট হাউসের এক কনফারেন্স রুমে ওই কর্মশালার আয়োজন করে লাইট হাউস। ব্রিটিশ হাই কমিশনের  সহযোগিতায় কর্মশালায় বাংলাদেশে নারীর নিরাপদ অভিবাসনের লক্ষ্যে অধিকার, সুরক্ষা ও সক্ষমতা বৃদ্ধিতে করণীয় বিষয়ে সাংবাদিকদের কি ভূমিকা তা নিয়ে আলোচনা করা হয়। এসময় লাইট হাউসের নির্বাহী পরিচালক হারুন অর রশীদের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আরিফ রেহমান, প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রদীপ ভট্টাচার্য শংকর,  সহ সভাপতি আব্দুল মোত্তালিব মানিক, এস এম কাওছার ও  আব্দুস সালাম বাবু, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জেএম রউফ, প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সিজু ও সাজ্জাদ হোসেন পল্লব, দপ্তর সম্পাদক শফিউল আজম কমল,  সদস্য ফরহাদুজ্জামান শাহী, আব্দুর রহিম, লতিফুল করিম। 
আলোচনা সভা শেষে মানব পাচার ও নারীদের নিরাপদে অভিবাসনে যাওয়ার উপর এক প্রেজেন্টেশন উত্থাপন করেন লাইট হাউসের  প্রজেক্ট কোর্ডিওনেটর শামসুজ্জোহা তুহিন।
এসময় বগুড়ায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ লাইট হাউসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।