বগুড়ার সান্তাহারে সরকারি জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২০ ১০:১২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২০১ বার।

আদমদীঘির সান্তাহার রথবাড়ি এলাকায় সরকারি সম্পত্তিতে অবৈধ ভাবে জবর দখল করে নির্মান করা স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গত সোমবার সন্ধ্যায় বগুড়ার নির্বাহি ম্যাজিষ্ট্রেট মোঃ জহুরুল ইসলামের নেতৃতে এই অভিযান চালানো হয়। অভিযানে সান্তাহার রথবাড়ি এলাকায় সরকারি সম্পত্তিতে অবৈধ ভাবে গড়ে তোলা টিনের ছাউনি, টালির ঘর, মাটির বসতবাড়িসহ ১২টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

নির্বাহি ম্যাজিষ্ট্রেট মোঃ জহুরুল ইসলাম জানান, ওই এলাকার নাজির উদ্দিন, রকেট,নুর ইসলাম, ছহির উদ্দিন, আবুল কাশেম, নাহিদ, আতোয়ার হোসেনসহ ১২জন সরকারের অনুমোদন ছাড়াই ওই স্থানে অবৈধ ভাবে জবর দখল করে স্থাপনা নির্র্র্মান করেছিল। সরকারি নির্দেশে তাদেরই উচ্ছেদ করা হয়েছে।