মিসরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারক মারা গেছেন

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২০ ১১:৫০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৯৫ বার।

মিসরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারক ৯১ বছর বয়সে কায়রোর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, প্রায় ৩০ বছর ধরে ক্ষমতায় থাকা সাবেক এই প্রেসিডেন্ট মঙ্গলবার মারা যান। 

১৯৮১ সালে প্রথমবার মিসরের ক্ষমতায় আসেন হোসনি মোবারক। ২০১১ সালে আরব বসন্তের ঢেউ মিসরে আছড়ে পড়লে ক্ষমতাচ্যুত হন তিনি। ওই বছরের জানুয়ারিতে শুরু হওয়া ১৮ দিনের অভ্যুত্থানে ১১ ফেব্রুয়ারি ক্ষমতাচ্যুত হন মোবারক। কিন্তু অভ্যুত্থানের দিনগুলোতে তার নির্দেশে নিরাপত্তা বাহিনীর গুলিতে ২৩৯জন বিক্ষোভকারী নিহত হন বলে আদালতে প্রমাণিত হয়। ফলে ২০১২ সালে নিম্ন আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। তবে আপিল আদালতে বেকসুর খালাস পেলে ২০১৭ সালের মার্চে মুক্তি পান তিনি।

মঙ্গলবার মিসরের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, সার্জারির এক সপ্তাহের মাথায় মঙ্গলবার মারা যান হোসনি মোবারক। তার শ্যালক জেনারেল মুনি থাবেত ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানান, কায়রোর সামরিক হাসপাতালে মারা যান তিনি।