আদমদীঘিতে বঙ্গবন্ধুর মোড়াল স্থাপনের উদ্বোধন

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২০ ১১:৫৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৭৮ বার।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষ্যে মোড়াল স্থাপনের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকালে বগুড়ার আদমদীঘি উপজেলা পরিষদ চত্বরে দৃষ্টিনন্দন স্থানে এই মোড়াল উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান রাজু।

উপজেলা রাজস্ব তহবিল থেকে ৬ লাখ ৫০হাজার টাকা ব্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বৃহাদাকার এই মোড়াল স্থাপন করা হবে বলে জানায় সংশ্লিষ্ট সুত্র।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার একেএম আব্দুল্লাহ বিন রশিদ, বগুড়া জেলা পরিষদ সদস্যা মুনজু আরা বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান পিন্টু, নারী ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাপা, উপজেলা প্রকৌশলী সাজেদুর রহমান, ওসি জালাল উদ্দীন, আওয়ামীলীগের সহসভাপতি আবু রেজা খান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হাফিজার রহমান, সমাজসেবা কর্মকর্তা শরিফ উদ্দীন, বিআরডিপি চেয়ারম্যান মিজানুর রহমান এবং রফিকুল ইসলাম।