শ্রীরামকৃষ্ণের ১৮৫ তম জন্মতিথি উপলক্ষ্যে বগুড়ায় ২দিন ব্যাপি উৎসব

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২০ ১৩:৩৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১২৬ বার।

শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের ১৮৫ তম জন্মতিথি উপলক্ষ্যে বগুড়া শ্রীরামকৃষ্ণ আশ্রমে ২দিন ব্যাপি নানা কর্মসূচি পালিত হয়েছে। এর মধ্যে ছিল সোমবার সন্ধ্যায় পদাবলী কীর্তন, মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত মঙ্গলারতী, বেদ পাঠ, সমবেত প্রার্থনা, বিশেষ পুজা, পুষ্পাঞ্জলী, হোম, প্রজেক্টরের মাধ্যমে শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের জীবনী ও শিক্ষা বিষয়ক প্রদর্শনী, গীতা পাঠ, রামকৃষ্ণ কথামৃত পাঠ, আলোচনা সভা ও প্রসাদ বিতরণ।

দুইদিন ব্যাপি অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অংশ নেন বগুড়া শ্রীরামকৃষ্ণ আশ্রম কমিটির সভাপতি ডা. বিপ্লপ কুমার বর্মন, সম্পাদক ড. রনজিৎ চন্দ্র অধিকারী, প্রফেসর যোগেন্দ্র কুমার মন্ডল, এড. আতিয়া কান্ত বর্মন, শুধাংশু কুমার রায়, নিবারণ চন্দ্র, ধীরেন চন্দ্র রায়, ভুপেশ চন্দ্র সরকার, সন্তোষ কুমার পাল, উৎপল কুমার দাস, নির্মলেন্দু দে, কালিপদ সরকার, দেবাশীষ লাহিড়ী, কার্তিক চন্দ্র দাস এবং দেবাশীষ রায়।