ইরানের উপ-স্বাস্থ্যমন্ত্রীর শরীরে করোনাভাইরাস

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২০ ১৩:৩৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৯১ বার।

ইরানের উপ-স্বাস্থ্যমন্ত্রী ইরাজ হারিরচির শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন উপদেষ্টা এ কথা জানিয়েছেন।

ইরানে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সবশেষ তথ্য জানাতেন হারিরচি। দেশটির সংবাদ মাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে। 

মঙ্গলবার ইরানের কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানে করোনায় আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এর ফলে দেশটিতে এখন পর্যন্ত ১৫ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে মারা গেলো।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যকেন্দ্রের প্রধান কিয়ানুশ জাহানপুর মঙ্গলবার বলেছেন, মৃতের সংখ্যা বাড়ার পাশাপাশি বেড়েছে আক্রান্তের সংখ্যা। তিনি জানান, এখন পর্যন্ত ৯৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

এদিকে ইরানে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কারণে দেশটির সঙ্গে বিমান চলাচল স্থগিত করেছে সংযুক্ত আরব আমিরাত। অগ্রিম সতর্কতা হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এক বিবৃতিতে সরকারি ডব্লিউএএম সংবাদ সংস্থা জানিয়েছে, ইরান থেকে কোনো যাত্রী কিংবা মালামাল পরিবহন আপাতত স্থগিত করা হয়েছে। প্রাণঘাতী এই ভাইরাস যাতে আমিরাতেও ছড়িয়ে পড়তে না পারে, সে জন্যই এই পদক্ষেপ বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।