প্রাথমিকে শতভাগ জিপিএ-৫ এর রেকর্ড বগুড়া ভিএম স্কুলের

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২০ ১৩:৪৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৪৩০ বার।

প্রাথমিক শিক্ষা সমাপনীতে(পিইসি)শতভাগ জিপিএ-৫ এর রেকর্ড ছুঁয়েই ফেললো বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়(ভিএম)। বিষয়টি পুণ্ড্রকথাকে নিশ্চিত করেছেন প্রধান শিক্ষক রাবেয়া খাতুন। 
২০১৯ সালে পরীক্ষায় এই প্রতিষ্ঠান থেকে মোট ২৪৪জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। গত ৩১  শে ডিসেম্বর পিইসির ফলাফলে নুসাইবা ইসলাম নামের এক শিক্ষার্থী বাদে বাকি ২৪৩জনই জিপিএ-৫ পাওয়ার গৌরব অর্জন করে। তবে আশানুরুপ ফল না পাওয়ায় নুসাইবার পরিবার এবং প্রতিষ্ঠান থেকে ফল পুনঃনিরক্ষণের আবেদন করা হয়। পরে আজ মঙ্গলবার(২৫ ফেব্রুয়ারি) পিইসির পুণঃনিরীক্ষণের ফলাফলে নুসাইবা জিপিএ-৫ পায় বলে জানা যায়। ফলে বগুড়ায় ভিএম স্কুল শতভাগ জিপিএ-৫ প্রাপ্তিতে গৌরবানিত্ব একটি রেকর্ড যোগ করে।
এই বিষয়ে ভিএম স্কুলের প্রধান শিক্ষিকা রাবেয়া খাতুন পুণ্ড্রকথাকে  বলেন, এই রেকর্ডের অংশীদার সবাই। দীর্ঘদিনের চেষ্টা আজ সফল হয়েছে। সেই সাথে এই সফলতা ভবিষ্যতেও বজায় রাখতে কাজ করতে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।