এসএসসি পর্যন্ত পাঠক্রমে বিভাজনের দরকার নেই: প্রধানমন্ত্রী

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২০ ০৬:৩৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৫০ বার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এসএসসি পর্যন্ত পাঠক্রমে কোনো বিভাজনের দরকার নেই। এছাড়া নবম শ্রেণি পর্যন্ত বিজ্ঞানকে বাধ্যতামূলক করার ওপর জোর দিয়েছেন তিনি। খবর বাংলাদেশ প্রতিদিন।

আজ বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ৩৬ বিশ্ববিদ্যালয়ের ১৭২ শিক্ষার্থীর মাঝে এই স্বর্ণপদক বিতরণ করেন।