মহাদেবপুরে পাঁচ দিনব্যাপী একুশে বইমেলার সমাপনী অনুষ্ঠানে পুরষ্কার বিতরণ

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২০ ১২:৪৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৯৬ বার।

নওগাঁর মহাদেবপুরে পাঁচ দিনব্যাপী অমর একুশে বইমেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার সন্ধ্যায় এ উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন আয়োজিত এ বইমেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ওয়াসীমুল বারী। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা  চেয়ারম্যান আহসান হাবীব ভোদন,জেলা পরিষদের সদস্য মুক্তিযোদ্ধা মঈনুল ইসলাম ময়েন,আওয়ামী লীগ নেতা অজিত কুমার মন্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অরুণ চন্দ রায়, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ খুরশিদ আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাবিবুর রহমান, রাইগাঁ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আরিফুল ইসলাম প্রমুখ। ৫ দিনের এ বইমেলায় অনুষ্ঠিত শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিব বর্ষ) উপলক্ষে আয়োজিত দেয়াল পত্রিকা ও বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। গত ২১ ফেব্রুয়ারি প্রধান অতিথি হিসেবে এ বই মেলার উদ্বোধন করেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ছলিম উদ্দিন তরফদর সেলিম।