শাজাহানপুরে সুন্দর হাতের লেখায় পুরস্কার জিতে নিল ৫ শিশু শিক্ষার্থী

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২০ ১২:২৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৭৩ বার।

সুন্দর হাতের লেখা দিয়ে পুরস্কার জিতে নিয়েছে বগুড়ার শাজাহানপুরের নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ শিশু শিক্ষার্থী। বৃহস্পতিবার সকালে শিশুদের হাতে পুরস্কার তুলে দেন সহকারি উপজেলা শিক্ষা অফিসার মোমিনুল ইসলাম। 
শ্রেণী মূল্যায়ন অভিক্ষায় সুন্দর হাতের লেখার জন্য পুরস্কার প্রাপ্ত শিক্ষার্থীরা হলো প্রথম শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া আকতার, দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া আকতার, তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সাফিয়া নুসরাত, চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সাজিদ মাহমুদ এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সামিয়া আকতার। উল্লেখ্য, সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় সাজিদ মাহমুদ উপজেলা পর্যায়ে প্রথম স্থানের গৌরব অর্জন করেছিল। ১২০জন শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও শিক্ষা উপকরণ বিতরণের আগে বেলা আড়াইটার দিকে বিদ্যালয় চত্বরে শহীদ মিনার নির্মাণের উদ্বোধন করেন সহকারি উপজেলা শিক্ষা অফিসার মোমিনুল ইসলাম। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি তোজাম্মেল হোসেনের  সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সহকারি উপজেলা শিক্ষা অফিসার এস.এম তাহেরুল ইসলাম, পারভেজ আহম্মেদ, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আতাউর রহমান, প্রধান শিক্ষক (ভার:) নিলুফা ইয়াসমিন, সহকারি শিক্ষক ফারহানা আকতার বাণী প্রমুখ।