বগুড়ায় প্রতারণার মামলায় এক ব্যক্তি গ্রেফতার

শাজাহানপুর(বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২০ ১২:৩০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৭১ বার।

জমি বিক্রির নামে অর্থ হাতিয়ে নেয়ায় বগুড়ার শাজাহানপুরে প্রতারণার মামলায় ছদরুল ইসলাম ওরফে লাবলু (৫৩) নামের এক ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। কৈগাড়ী পুলিশ ফাঁড়ির এস.আই শরীফুল ইসলাম বুধবার দিবাগত রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করেন এবং বৃহস্পতিবার আদালতে প্রেরণ করেন। গ্রেফতারকৃত লাবলু শাজাহানপুর উপজেলার কৈগাড়ী পূর্বপাড়া এলাকার মৃত আবুল কাশেমের পুত্র।
মামলা সূত্রে জানাগেছে, ছদরুল ইসলাম লাবলু  তার নিকটাত্নীয় বগুড়া সদরের ঠনঠনিয়া শাহ্পাড়া এলাকার মোজাম্মেল হকের পুত্র আবুল কালাম আজাদের নিকট ৫ লাখ টাকায় কৈগাড়ী মৌজার একখন্ড জমি বিক্রি করতে সম্মত হন এবং ১ লাখ টাকা গ্রহণ করে ১১ জুন ২০১৮ তারিখে রেজিষ্ট্রি বায়নাপত্র সম্পাদন করেন। বায়নাপত্রের ৩ মাস পর বাকি টাকা নিয়ে কবলা দলিল করে দেয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ে জমি দলিল করে দিতে অস্বাীকার করেন। এমতাবস্থায় ছদরুল ইসলাম লাবলুকে লিগ্যাল নোটীশ পাঠান আবুল কালাম আজাদ। কিন্তু তাতেও কাজ না হওয়ায় আবুল কালাম আজাদ বাদী হয়ে জেলা বগুড়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শাজাহানপুর আমলী আদালতে ২৬৫সি/২০১৯ নং মামলা দায়ের করেন।