বগুড়ায় টিএমএসএসের উদ্যোগে দন্ত চিকিৎসক এবং চিকিৎসা সামগ্রী নিয়ে ব্যতিক্রমী মেলার আয়োজন

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ২২ নভেম্বর ২০১৮ ১৩:২৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৬৩ বার।

বগুড়ায় দাঁতের চিকিৎসক এবং চিকিৎসা সামগ্রীর প্রদর্শনী নিয়ে ‘পুণ্ড্রনগর ডেন্টাল কংগ্রেস ও ট্রেড ফেয়ার’ নামে ব্যতিক্রমী এক মেলার আয়োজন করা হয়েছে। শহরের নওদাপাড়ায় হোটেল মম ইন-এ শুক্রবার সকাল ৯টায় ওই মেলা শুরু হবে। টিএমএসএস মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটের উদ্যোগে আয়োজিত মেলায় সারা দেশ থেকে ৬০০ দন্ত চিকিৎসক অংশ গ্রহণ করবেন। জাতীয় এ আয়োজনে ২৩টি প্রতিষ্ঠান দাঁত এবং মুখের চিকিৎসায় প্রয়োজনীয় নানা চিকিৎসা সামগ্রী নিয়ে হাজির থাকবেন।
আয়োজক সংস্থা টিএমএসএসের পক্ষ থেকে বৃহস্পতিবার দুপুরে বগুড়া প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ওই মেলা আয়োজনের কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে টিএমএস মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটর উপদেষ্টা ডা. আলী আহমেদ আলম জানান, দন্ত ও মুখ গহ্বরের রোগ সমূহের সর্বশেষ ও আন্তর্জাতিক চিকিৎসা পদ্ধতি জানা এবং নবীন ও প্রবীণ চিকিৎসকদের মধ্যে জ্ঞান ও প্রযুক্তি হস্তান্তরের সুযোগ তৈরির পাশাপাশি টিএমএসএসের স্বাস্থ্য সেবার সক্ষমতা জাগণকে অবহিত করার জন্যই এ ধরনোর আয়োজন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে দেশে জনসংখ্যা অনুপাতে দন্ত চিকিৎসকের ঘাটতির কথা জানিয়ে বলেন, বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের তথ্য অনুযায়ী, এ দেশে মেডিকেল বিষয়ে যেখানে ১ হাজার ৯০০ মানুষের বিপরীতে যেখানে একজন চিকিৎসক রয়েছে সেখানে ১জন ডেন্টাল সার্জন রয়েছে ১৯ হাজার জনগোষ্ঠীর জন্য। জনসংখ্যা অনুপাতে দন্ত চিকিৎসকের সংখ্যা বৃদ্ধি করা করা প্রয়োজন। তিনি বলেন, ‘দন্ত চিকিৎসকা বলতে শুধু আমরা দাঁতের চিকিৎসাকেই বুঝে থাকি। দন্ত বিভাগে একই সঙ্গে মুখ গহ্বর, জিহ্বা ও গলার যাবতীয় অসুখ, ক্যান্সার ও টিউমারেরও চিকিৎসার সুযোগ রয়েছে। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে টিএমএসএসের নির্বাহী পরিচালক ড. হোসনে আরা, উপ-নির্বাহী পরিচালক ডা. মতিউর রহমান, স্বাস্থ্য সেক্টরের নির্বাহী উপদেষ্টা প্রফেসর ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল ও টিএমএসএস মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের সহযোগী অধ্যাপক ডাঃ ইব্রাহীম খলিল উপস্থিত ছিলেন।