পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা ‘তুলে নিচ্ছে’ ভারত

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২০ ১৩:৫৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১১১ বার।

পাঁচ মাস পর পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে যাচ্ছে ভারত। দু-এক দিনের মধ্যে এ-সংক্রান্ত নির্দেশনা জারি হবে বলে জানা গেছে।

এরপরই হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হতে পারে বলে আমদানিকারকরা জানিয়েছেন।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক হারুন উর রশীদ হারুন ও মোবারক হোসেন জানান, ভারতের বিভিন্ন প্রদেশে ইতিমধ্যে নতুন পেঁয়াজ উঠতে শুরু করেছে। ফলে তাদের অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের যে সংকট ছিল তা কাটিয়ে উঠে বাড়তি উৎপাদন হয়েছে। যার কারণে ভারতের বাজারেই পেঁয়াজের দাম অনেক কমে এসেছে। এ অবস্থায় পেঁয়াজ রপ্তানি করতে ইতিমধ্যে কয়েক দিন আগে ভারতের বাণিজ্য ও কৃষি মন্ত্রণালয় বৈঠক করেছিল। বৈঠকে পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত হয়। ২ মার্চ এ বিষয়ে আদেশ হওয়ার কথা রয়েছে।

তারা জানান, বুধবার বিকেলে ভারতের দিল্লিতে কৃষি, খাদ্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ভারতের খাদ্যমন্ত্রী পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেন। নিষেধাজ্ঞা প্রত্যাহারের বুধবার রাতে ভারতীয় রপ্তানিকারকেরা মুঠোফোনে আমাদের জানিয়েছেন। তবে এখনো এটি আদেশ আকারে প্রকাশ করা হয়নি।

তারা বলেন, এখনো তাদের দুই দপ্তরের স্বাক্ষর বাকি রয়েছে। বৃহস্পতি বা শুক্রবারের মধ্যে স্বাক্ষর সম্পূর্ণ হলে এ বিষয়ে নির্দেশনা জারি হবে বলে ভারতীয় ব্যবসায়ীরা আমাদের জানিয়েছেন।

ওই দুই ব্যবসায়ী বলেন, সেই নির্দেশনায় প্রতি টন পেঁয়াজ কত ডলার মূল্যে রপ্তানি হবে সে বিষয়গুলো উল্লেখ থাকবে। সে ক্ষেত্রে রবি বা সোমবার থেকে হিলি স্থলবন্দরসহ দেশের সব বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হতে পারে। আর বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হলে দেশের বাজারে পেঁয়াজের দামের যে অবস্থা তা স্বাভাবিক পর্যায়ে আসবে। এ ক্ষেত্রে দেশের মানুষ প্রতি কেজি পেঁয়াজ ৩০ থেকে ৩৫ টাকা কেজির মধ্যে কিনতে পারবেন।

অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের সংকট ও দাম বৃদ্ধির অজুহাতে গত বছরের ২৯ সেপ্টেম্বর থেকে ভারত বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি একেবারে বন্ধ করে দেয়। এতে করে পাঁচ মাস হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে