বগুড়া পুলিশ লাইন্স স্কুল ও কলেজে বঙ্গবন্ধু একাডেমিক ভবন উদ্বোধনকালে শিক্ষামন্ত্রী

বঙ্গন্ধুর সোনার মানুষ হতে হলে মুজিব বর্ষের চর্চাগুলো সারাজীবন চালিয়ে নিতে হবে

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৯ ফেব্রুয়ারি ২০২০ ১১:১২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৪৯৬ বার।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারণ করে তার মতই বিনয়ী, পরোপকারী ও দেশপ্রেমিক হিসেবে নিজেদের গড়ে তোলার জন্য স্কুল-কলেজের শিক্ষার্থীদের প্রতি আহবান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, তোমাদের মত বয়সে খোকা (বঙ্গবন্ধু শেখ মুজিব) যেমন দেশকে ভালবাসতেন, পাড়া-প্রতিবেশিদের ভাল-মন্দ নিয়ে ভাবতেন। তোমাদেরকেও তেমন করতে হবে। দেশকে ভালবাসতে হবে। তোমারা প্রত্যেকেই ভাবতে শেখোÑ‘আমিই মুজিব হব’। শনিবার বগুড়া পুলিশ লাইন্স স্কুল ও কলেজে বঙ্গবন্ধু একাডেমিক ভবনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃায় ডা. দীপু মনি এসব কথা বলেন।
ডা. দীপু মনি দেশের মঙ্গলের জন্য শিক্ষার্থীদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিবের মতই সর্বোচ্চ ত্যাগ স্বীকারের মনোভাব গড়ে তোলার আহবান জানিয়ে বলেন, ‘বঙ্গবন্ধু দেশের জন্য, দেশের স্বাধীনতার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। তাঁর মত আমরাও দেশের মর্যাদার জন্য ও দেশের মানুষের মঙ্গলের জন্য লড়াই সংগ্রাম করাবোÑএই বোধ নিয়ে তোমাদের বড় হতে হবে।’
বগুড়া পুলিশ লাইন্স স্কুল ও কলেজের অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু জানান, নবনির্মিত একাডেমিক ভবনে বঙ্গবন্ধু কর্ণার থাকবে। যাতে শিক্ষার্থীরা বঙ্গবন্ধু সম্পর্কে জানতে পারেন। তিনি জানান, একতলা এই ভবনটি সরকারের তরফ থেকে উর্ধ্বমুখী সম্প্রসারণের আশ্বাস দেওয়া হয়েছে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মোঃ নজরুল ইসলাম, বগুড়ার জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ, বগুড়ার ভারপ্রাপ্ত পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল, বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মকবুল হোসেন, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু ও সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী বগুড়ার গাবতলী উপজেলায় সৈয়দ আহাম্মদ কলেজের পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নেন।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি প্রত্যেক শিক্ষার্থীকে বঙ্গবন্ধুর মত সোনার মানুষ হওয়ার জন্য মুজিব বর্ষে গড়ে তোলা অভ্যাসগুলোকে সারাজীবন চর্চা করারও আহবান জানিয়েছেন। তিনি বলেন, ‘মুজিব বর্ষ পালন যেন শুধু আনুষ্ঠানিকতায় আবদ্ধ না থাকে বরং মুজিব বর্ষের এই চর্চাগুলো আমরা সারাজীবন চালিয়ে নেব। যার মধ্য দিয়ে আমরা প্রত্যেকে বঙ্গবন্ধুর সোনার মানুষ হব এবং তার মধ্য দিয়েই যেন আমরা সবাই মিলে তার সোনার বাংলা গড়তে পারি।’ 
বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে সর্বস্তরে শিক্ষার মান উন্নয়নে তাঁর দেওয়া অঙ্গীকার বাস্তবায়নের কথা জানিয়ে ডা. দীপু মনি বলেন, ‘আমরা সবাই বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে এই দেশকে এগিয়ে নিয়ে যাব এবং  সর্বস্তরে শিক্ষার মান উন্নয়নের জন্য আমরা যে অঙ্গীকার করেছি সেই অঙ্গীকার ইনশাআল্লাহ্ বাস্তবায়ন করবো।’