দক্ষ ক্রীড়া শক্তিই পারে দেশকে বিশ্বের বুকে তুলে ধরতে- মজনু

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০১ মার্চ ২০২০ ১২:৪৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১২৯ বার।

বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু বলেছেন, দক্ষ ক্রীড়া শক্তি পারে দেশকে বিশ্বের বুকে তুলে ধরতে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশের ক্রীড়াক্ষেত্রে ক্রীড়াবিদদের সকল ধরণের সুবিধা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন। দেশের অর্থনীতিতেও ক্রীড়াবিদরা ভুমিকা পালন করছে। জাতীয় ক্রিকেট দলে বগুড়ার মুশফিক, শফিউল, অনুর্ধ্ব-১৯ এ হৃদয়, তামিম, মেয়েদের ক্রিকেটে রিতু মনি, খাদিজাতুল কোবরা উল্লেখযোগ্য ভুমিকা পালন করছে। তারা দেশ ও দেশের গন্ডি পেরিয়ে সারা বিশ্বে বগুড়াকে তুলে ধরেছে। তেমনি এই বিদ্যালয়ের মেয়েরাও একদিন বগুড়াকে সারাদেশের কাছে তুলে ধরবে।

রোববার দুপুরে বগুড়া ইসলামিক মিশন বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি ক্ষেত্রে উন্নয়নে কাজ করছেন। বগুড়া বা গোপালগঞ্জ বলে প্রধানমন্ত্রীর কাছে কিছু নেই, যেখানে উন্নয়ন প্রয়োজন তিনি সেখানে সমান ভাবে উন্নয়ন করছেন। দেশের প্রত্যন্ত অঞ্চলে উন্নয়নে কাজ করছে বর্তমান সরকার। বাংলাদেশকে যারা তলাবিহীন ঝুড়ি বলত তারাই এখন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল বলে আখ্যায়িত করেছে।'

বগুড়া ইসলামিক মিশন বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি প্রদীপ কুমার রায় সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতান মাহমুদ খান রনি, সাবেক উপপ্রচার সম্পাদক আল রাজী জুয়েল, সাবেক উপ দপ্তর সম্পাদক মাশরাফি হিরো, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম রঞ্জু, আব্দুল্লাহেল কাফী তারা, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি গোলাম হোসেন, রাজাবাজার ব্যবসায়ি সমিতির সাধারণ সম্পাদক পরিমল প্রসাদ রাজ, চাষী বাজার ইদগাহ কমিটির সভাপতি বেলাল হোসেন নান্নু। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা তাঁতীলীগের সদস্য সচিব রাশেকুজ্জামান রাজন, জেলা ছাত্রলীগ নেতা আসলাম হোসেন, মুকুল ইসলাম, সজীব সাহা, আব্দুর রউফ, তৌহিদ আহমেদ এবং মোহাম্মাদ আলী শান্ত।

শেষে শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।