মুজিবশতবর্ষ উদযাপন: ১০ মার্চের মধ্যে প্রস্তুতি শেষ হবে প্যারেড স্কয়ারের

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০২ মার্চ ২০২০ ০৬:১২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৯৫ বার।

মুজিবশতবর্ষ উদযাপন উদ্বোধন অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি এগিয়ে চলেছে জোড়ালোভাবে। বাংলাদেশের ইতিহাসের অনন্য মহিমাময় এ ক্ষণের অপেক্ষায় পুরো জাতি। 

জাতীয় প্যারেড স্কয়ারে অনুষ্ঠিতব্য এই অনুষ্ঠানের প্রস্তুতির মহাযজ্ঞ পরিদর্শন করেন মুজিববর্ষ উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী। 

সঙ্গে ছিলেন বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের সদস্য সচিব শেখ হাফিজুর রহমান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার ড. মাহফুজুর রহমান, জাতীয় বাস্তবায়ন কমিটির কার্যালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, যুগ্মসচিব অজয় চক্রবর্তী, গণপূর্ত অধিদফতরের প্রধান প্রকৌশলীসহ সেনা, নৌ, বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। 
ইভেন্ট ম্যানেজমেন্ট- এর পক্ষ থেকে সর্বশেষ প্রস্তুতি সম্পর্কে অবহিত করা হয়।

অনুষ্ঠানস্থলে স্থাপিত অস্থায়ী কার্যালয়ে প্রদত্ত প্রেজেন্টেশন শেষে আগামী ১০ মার্চের মধ্যে প্রস্তুতি শেষ হবে বলে জানানো হয়েছে।