টেকনাফে বন্দুকযুদ্ধে ৭ রোহিঙ্গা ডাকাত নিহত

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০২ মার্চ ২০২০ ০৬:২৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৭৬ বার।

কক্সবাজারের টেকনাফে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে সাত রোহিঙ্গা নিহত হয়েছে। র‌্যাবের দাবি- নিহতরা কুখ্যাত ডাকাতদল জকি গ্রুপের সদস্য। 

সোমবার ভোরে টেকনাফের জাদিমুরা রোহিঙ্গা ক্যাম্পের পাশের পাহাড়ে এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে দেশি-বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

র‍্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর সহকারী পরিচালক এএসপি সুজয় সরকার ডেইলি বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেন।

টেকনাফ সিপিসি-১ ক্যাম্পের ইনচার্জ মির্জা শাহেদ মাহাতাব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল রোহিঙ্গা ক্যাম্পের পাশের পাহাড়ে কুখ্যাত জকির ডাকাতের আস্তানার খোঁজে অভিযান চালায়। এ সময় ডাকাত দলের সদস্যরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালালে র‌্যাবও পাল্টা গুলি চালায়। এতে সাত জন নিহত হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

র‌্যাবের অভিযান এখনো চলছে বলে জানান ওই কর্মকর্তা।