স্পিকারের দিল্লি সফর স্থগিত

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০২ মার্চ ২০২০ ০৬:৪১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৮০ বার।

ভারত সরকারের আমন্ত্রণে দিল্লি সফর যাওয়ার কথা ছিল স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বে সংসদীয় প্রতিনিধি দল।

আগামী সোমবার ঢাকা থেকে দিল্লীর উদ্দেশে রওয়ানা হওয়ার কথা ছিল তাদের। কিন্তু একদিন আগে রোববার অনিবার্য কারণবশত এ সফর স্থগিত করা হলো।

প্রতিনিধি দলে স্পিকার ছাড়াও চিফ হুইপ-নূর-ই আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহীমসহ সংসদ সদস্য ও কর্মকর্তা মিলে ১৮ জনের যাওয়ার কথা ছিল।

সফর স্থগিতের বিষয়ে শিরীন শারমিন চৌধুরী রোববার জানান, ভারতের লোকসভার নতুন স্পিকার ও রাজ্যসভার স্পিকারের আমন্ত্রণে তার ভারত সফরে যাওয়ার কথা ছিল। তবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে গঠিত জাতীয় কমিটির সঙ্গে সংসদ সবিচালয়ের কিছু বাড়তি দায়িত্ব পড়ায় দিল্লী সফর স্থগিত করতে হয়েছে।

এ ছাড়া বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামী ১৯ মার্চ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বড় অনুষ্ঠান এবং ২২ ও ২৩ মার্চ সংসদের বিশেষ অধিবেশন রয়েছে। সব মিলিয়ে ২৬ মার্চের পরে দিল্লী সফরে যাবেন বলে আশা করছেন স্পিকার।