বগুড়ার ধুনটে জাতীয় ভোটার দিবস পালিত

ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০২ মার্চ ২০২০ ১১:১৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৯১ বার।

বগুড়ার ধুনট উপজেলায় জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় ভোটার দিবসের র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 

র‌্যালী শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, 'আওয়ামী লীগ সরকার ভোটারদের বিশ্বাস ও আস্থার প্রতিদান এবং দেশকে আরও উন্নত ও সমৃদ্ধির দিকে নিতে প্রানান্তর কাজ করছে। সরকার সকল প্রতিকূলতা পেরিয়ে বাংলাদেশকে বিশ্ব দরবারে মর্যাদার আসনে বসাতে সক্ষম হয়েছে।' 

ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা রাজিয়া সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন আলম, ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা শফিকুর রহমান আকন্দ, উপজেলা প্রকৌশলী জহুরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফ আলী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবহান, রেজাউল ইসলাম, ইঞ্জিনিয়ার মুহাম্মদ আসিফ ইকবাল সনি, যুগ্ম সম্পাদক বাহাদুর আলী, সাংগঠনিক সম্পাদক রবিউল আউয়াল, ভিপি সাইফুল ইসলাম, মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন-অর-রশিদ সেলিম, ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ বিকাশ চন্দ্র সাহা।