বগুড়ায় বাবার কাছে মোটরসাইকেল না পেয়ে ছেলের আত্মহত্যা

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০২ মার্চ ২০২০ ১১:২৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৮৫২ বার।

বগুড়ার নন্দীগ্রামে বাবার কাছে মোটরসাইকেল না পেয়ে নাজমুল হোসেন (১৪) নামের এক অষ্টম শ্রেনীর ছাত্র আত্মহত্যা করেছে। সোমবার দুপুরে নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ ।

নাজমুল হোসেন নন্দীগ্রাম পৌর এলাকার কলেজ পাড়ার ইসলাম হোসেনের ছেলে। সে নন্দীগ্রাম মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুলের অষ্টম শ্রেনীর শিক্ষার্থী ছিলো।

পুলিশ জানায়, নাজমুল তার বাবার কাছে বেশ কিছুদিন ধরে মোটরসাইকেল কিনে দেয়ার দাবি করে আসছিল। বাবা ইসলাম হোসেন ফুটপাতে ক্ষুদ্র ব্যবসায়ী হওয়ায় মোটরসাইকেল কিনে দেয়ার সামর্থ্য ছিলো না। কিন্তু ছেলের দাবি তাকে মটর সাইকেল কিনে দিতেই হবে। তাই মোটরসাইকেল না পেয়ে সোমবার দুপুরে স্কুল থেকে ফিরে সবার অজান্তে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে সে। পরিবারের সদস্যরা টের পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

নন্দীগ্রাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনিছুর রহমান বলেন, এি ঘটনায় থানায় ইউডি মামলা করা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হবে।