রাণীনগর-আত্রাইয়ে জাতীয় ভোটার দিবস পালিত

কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ)
প্রকাশ: ০২ মার্চ ২০২০ ১১:৪৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৯৩ বার।

'ভোটার হয়ে ভোট দিব, দেশ গড়ায় অংশ নেব' এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর রাণীনগরে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে রাণীনগর উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে সোমবার সকালে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুনের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন হেলাল, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, উপজেলা নির্বাচন কর্মকর্তা জায়দা খাতুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল বাশার শামসুজ্জামান।

এছাড়াও নওগাঁর আত্রাইয়েও জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। ঐদিন সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন কমিশনের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিন সকালে বর্ণাঢ্য র‌্যালী শেষে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাচন অফিসার তৌফিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ছানাউল ইসলাম। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন,উপজেলা যুব  উন্নয়ন অফিসার ফজলুল হক, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস ছালাম, মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন, সমাজসেবা অফিসার সাইফুল ইসলাম এবং একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার।