বগুড়া থেকে ঢাকাগামী দু’টি ট্রেন চালুর দাবিতে সুজনের অবস্থান ধর্মঘট

মুজাহিদুল ইসলাম জাহিদ:
প্রকাশ: ১৯ মে ২০১৮ ১০:১০ ।
দেশের খবর
পঠিত হয়েছে ৩১৮ বার।

বগুড়া থেকে ঢাকাগামী দু’টি ট্রেন চালুর দাবিতে সুশাসনের জন্য নাগরিক- সুজনের উদ্যোগে শনিবার স্থানীয় রেলওয়ে স্টেশনে অবস্থান ধর্মঘট কর্মসূচী পালন করা হয়। সকাল ১১টা থেকে শুরু হওয়া ওই কর্মসূচী দুপুর ১২টা পর্যন্ত চলে। এ সময় সংগঠনের পক্ষ থেকে প্রধানমন্ত্রী প্রতিশ্রুত বগুড়া থেকে সিরাজগঞ্জ পর্যন্ত রেলপথ নির্মাণেরও দাবি জানানো হয়। স্থানীয় রেলওয়ে শ্রমিক সংগঠনের বেশ কিছু নেতা-কর্মী ওই কর্মসূচীর প্রতি সমর্থন জানিয়ে তাতে অংশ নেন।
বগুড়ার রেলওয়ের উন্নয়নে সুজন দীর্ঘদিন ধরেই নানা ধরনের কর্মসূচী পালন করে আসছে। এর আগে সংগঠনের পক্ষ থেকে বগুড়া থেকে সিরাজগঞ্জ পর্যন্ত সরাসরি রেলপথ নির্মাণের দাবিতে শহরের জিরো পয়েন্ট সাতমাথায় মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। সুজন নেতবৃন্দ জানিয়েছেন, দাবি আদায় না হওয়ায় পর্যন্ত তারা ধারাবাহিকভাবে আন্দোলন কর্মসূচী চালিয়ে যাবেন।
বগুড়া রেলওয়ে স্টেশনে শনিবারের অবস্থান ধর্মঘট কর্মসূচীতে অংশ নিয়ে বক্তারা ঢাকাগামী দু’টি নতুন ট্রেন চালু এবং সিরাজগঞ্জ পর্যন্ত সরাসরি রেলপথ নির্মাণের দাবিতে জেলাবাসীকে সোচ্চার হওয়ার আহবান জানান। বক্তারা বগুড়াকে উত্তরাঞ্চলের কেন্দ্রস্থল উল্লেখ করে বলেন, বর্তমানে লালমনিরহট ও রংপুর থেকে ঢাকাগামী যে দু’টি ট্রেন বগুড়ার ওপর দিয়ে রাজধানী ঢাকা চলাচল করে তাতে বগুড়ার জন্য সীমিত সংখ্যক আসন বরাদ্দ রাখা হয়েছে। যা চাহিদার তুলনায় খুবই নগন্য। বক্তারা ট্রেন ভ্রমণকে নিরাপদ উল্লেখ করে বলেন, সড়ক পথে যাতায়াতে দূর্ঘটনার মাত্রা যেমন বেড়ছে তেমনি ভোগান্তিও পোহাতে হয়। সে কারণে বগুড়াবাসীর নিরাপদ ভ্রমণের স্বার্থে থেকে ঢাকাগামী অন্তত দু’টি নতুন ট্রেন চালু করতে হবে।
বগুড়া রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে অনুষ্ঠিত অবস্থান ধর্মঘট কর্মসূচীতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, সুজন বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম তুহিন,  জাতীয় রেলওয়ে শ্রমিক জাতীয় রেলওয়ে শ্রমিক পরিষদের বগুড়া জেলা আহবায়ক শেখ সেলিম পারভেজ, রেলওয়ে শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আনোয়ার হোসেন, সুজনের শাজাহানপুর উপজেলা কমিটির সভাপতি সাজেদুর রহমান সবুজ ও  সধারণ সম্পাদক আনিসুর রহমান।