নওগাঁয় তিন দিন ব্যাপী বিজ্ঞান মেলা শুরু

নওগাঁ (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০২ মার্চ ২০২০ ১২:৩৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৯১ বার।

খাদ্য নিরাপত্তা, বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার ও ৪১ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে নওগাঁয় তিন দিন ব্যাপী বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াড শুরু হয়েছে। সোমবার দুপুর ১২টায় জেলা প্রশাসনের আয়োজনে শহরের মুক্তির মোড়ে প্রধান অতিথি হিসাবে ফেষ্টুন উড়িয়ে এর শুভ উদ্বোধন করেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন। এসময় জেলা প্রশাসক হারুন অর-রশীদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া বিপিএম, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নির্মল কৃষ্ণ সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ওয়াশীমুল বারী এবং সাবেক অধ্যক্ষ প্রফেসর শরীফুল ইসলাম খানসহ।

পরে প্রধন অতিথি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় জেলার বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা ৫০টি স্টলে তাদের প্রযুক্তি প্রদর্শন করছে।