দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৩ মার্চ ২০২০ ০৫:৫৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৭৫ বার।

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে রেকর্ড গড়ে দুর্দান্ত জয় তুলে নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। এবার দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ জয়ের পালা টাইগারদের। আজ দুপুর ১টায় মুখোমুখি হচ্ছে দল দু'টি। 

প্রথম ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়েছিলেন লিটন দাস। এরপর বল হাতে দ্যুতি ছড়িয়েছেন দীর্ঘদিন ইনজুরি কাটিয়ে ফেরা মোহাম্মদ সাইফউদ্দিন। ওপেনিংয়ে স্লো ব্যাটিংয়ের কারণে তামিম ইকবালের সমালোচনা হলেও লিটন দাসকে সঙ্গে নিয়ে ভালো শুরু এনে দেওয়ার কৃতিত্ব তাকে দিতেই হবে। শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে এরপর বড় সংগ্রহের দিকে টেনে নেন নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ মিঠুন। শেষদিকে ব্যাট হাতে ঝড় তুলেছেন সাইফউদ্দিন। 

অন্যদিকে, বোলারদের মধ্যে সাইফউদ্দিন ছাড়াও আলো ছড়িয়েছেন মুস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ। শুরুতে কিছুটা সমস্যা হলেও শেষদিকে ছন্দে ফিরেছেন অধিনায়ক মাশরাফিও। 

 

প্রথম ম্যাচে নিজের দ্বিতীয় উইকেট তুলে নিয়ে পঞ্চম অধিনায়ক হিসেবে ১০০তম উইকেটের দেখা পেয়েছেন তিনি। এই কীর্তি আছে শুধু ওয়াসিম আকরাম, শন পোলক, ইমরান খান এবং জেসন হোল্ডারের। সবমিলিয়ে ক্যারিয়ারের ৭০০তম উইকেটের মাইলফলকও স্পর্শ করছেন ম্যাশ। সবমিলিয়ে দ্বিতীয় ম্যাচে তাই বাংলাদেশই স্পষ্ট ফেবারিট।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: 
তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।