বগুড়ার ধুনটে শ্রমিকলীগ নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০৩ মার্চ ২০২০ ১২:১৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১১৬ বার।

বগুড়ার ধুনট পৌর শাখা শ্রমিক লীগের সভাপতি ইজুল খানসহ ৭জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার উপজেলা আওয়ামী লীগ নেতা ইমরুল কাদের সেলিম বাদী হয়ে ধুনট থানায় এ মামলা দায়ের করেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলা সদরের সোনামুখী সড়কে উপজেলা আওয়ামী লীগের সদস্য ইমরুল কাদের সেলিমের উপর অতর্কিত হামলা করা হয়। ধুনট পৌর শ্রমিক লীগের সভাপতি ইজুল খাঁন এ হামলায় নেতৃত্ব দেয়। হামলার সময় ইজুল খাঁনসহ অন্যদের মারপিটে আ.লীগ নেতা সেলিম গুরুতর আহত হোন। বর্তমানে সে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

এ ঘটনায় মঙ্গলবার ইমরুল কাদের সেলিম বাদী হয়ে ধুনট থানায় ৭জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলায় পুলিশ পৌর শ্রমিক লীগ নেতা ইজুল খাঁনকে গ্রেফতার দেখিয়ে বগুড়ার কারাগারে পাঠিয়েছে।

এদিকে সোমবার বিকেলে আ.লীগ নেতা ইমরুল কাদের সেলিমের উপর হামলা ও মারপিটের ঘটনায় দলীয় কিছু নেতাকর্মী ক্ষুব্ধ হয়ে ওঠে। বিক্ষুব্ধ নেতাকর্মীরা সন্ধ্যা সাড়ে ৭টায় সোনামুখী সড়কে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় লেখা সাইনবোর্ড সম্বলিত একটি কার্যালয়ে হামলা করে। হামলাকারীরা ওই কার্যালয় ভাংচুর করে। এছাড়া ওই কার্যালয়ে অবস্থান করা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খাঁনকেও মারপিট করে। তাদের মারপিটে আ.লীগ নেতা শরিফ গুরুতর আহত হোন। সে বর্তমানে বগুড়া শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় থানায় পৃথক একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বলেন, আওয়ামী লীগ নেতা ইমরুল কাদের সেলিমকে মারপিটের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। ওই মামলায় শ্রমিক লীগ নেতা ইজুল খাঁনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।