বগুড়ার শেরপুরে এক মাদক ব্যবসায়ীর কারাদন্ড

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০৩ মার্চ ২০২০ ১২:২৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৪১ বার।

বগুড়ার শেরপুর উপজেলায় সিহাব হাসান (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের সীমাবাড়ী ইউনিয়নের ঘোগা ব্রীজ সংলগ্ন গাঁড়ই এলাকায় মাদকনিয়ন্ত্রণ অধিদপ্তর এই অভিযান পরিচালনা করে। দন্ডপ্রাপ্ত সিহাব হাসান মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার চাপরাইল গ্রামের মানিক উদ্দিনের ছেলে।
জানা যায়, বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে হানিফ এন্টারপ্রাইজ ( ঢাকা মেট্রো-ব-১৫-০৪৫৬) একটি বাসে তল্লাশি চালায়। এসময় ২৫০ গ্রাম গাঁজাসহ মাদকব্যবসায়ী সিহাবকে আটক করা হয়। পরে শেরপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জামশেদ আলম রানা ভ্রাম্যমাণ আদালতে তাকে ছয়মাসের কারাদন্ড দেন। অভিযানকালে শেরপুর উপজেলা কমিশনার (ভূমি) জামশেদ আলম রানা, বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জাকির হোসেনসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।