স্কুল জীবন থেকেই বাল্য বিয়ের কুফল সম্পর্কে সচেতন হতে হবে - এডিসি (রাজস্ব)

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০৩ মার্চ ২০২০ ১২:৩৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২২৪ বার।

বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: আব্দুল মালেক বলেছেন, শিক্ষার্থীদের স্কুল জীবন থেকেই বাল্য বিয়ের কুফল সম্পর্কে সচেতন হতে হবে। এটি সামাজিক ব্যাধি হল্যে জাতীয় উন্নয়ন বাঁধাগ্রস্ত করে। সেই সাথে পারিবারিক ও সামাজিক জীবনে অশান্তি বয়ে আনে। এটিকে পরিহার করতে হবে। মঙ্গলবার বগুড়ার শাজাহানপুরে দারিগাছা দারুস্ সালাম দাখিল মাদ্রাসা ও দারিগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা গুলো বলেন।    
শাজাহানপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দারিগাছা দাখিল মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি প্রভাষক সোহরাব হোসেন ছান্নু’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছা: মাহমুদা পারভীন। আমন্ত্রিত অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা, খরনা ইউপি চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ভিপি সাজেদুর রহমান সাহিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তৌফিক আজিজ, সহকারি উপজেলা শিক্ষা অফিসার মুহম্মদ পারভেজ আহম্মেদ, গাড়িদহ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা সামছ উদ্দিন, ইউপি সদস্য তোতা মিয়া।  অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দাখিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোমেনা আক্তার, যুবলীগ নেতা নূরুন্নবী তারেক, শাহাদত হোসেন, ইসরাফিল, মাজহারুল, শামীম, সজীব, হাসান প্রমুখ।