ধামইরহাটে মাদ্রাসার চারতলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ০৩ মার্চ ২০২০ ১২:৫৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৩৬ বার।

নওগাঁর ধামইরহাট সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসার চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।  মঙ্গলবার দুপুরে মাদ্রাসা ক্যাম্পাসে এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নওগাঁ-২ আসনের সাংসদ মো.শহীদুজ্জামান সরকার। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে এবং বাংলাদেশ কারিগরি ও মাদ্রাসার শিক্ষা বিভাগের বাস্তবায়নে এ ভবনের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ২৭ লক্ষ টাকা। এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়ের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো.আজাহার আলী,ভাইস চেয়ারম্যান সোহেল রানা,আ.লীগ নেতা দেলদার হোসেন,.শহীদুল ইসলাম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নওগাঁর সহকারী প্রকৌশলী রাকিবুল আহসান,উপসহকারী প্রকৌশলী তামিম হোসেন, ইউপি চেয়ারম্যান মো.কামরুজ্জামান,ধামইরহাট সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি এটিএম বদিউল আলম,অধ্যক্ষ মো.মতিউর রহমান।