ওয়ানডেতে সাত হাজারের মাইলফলক তামিমের

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৩ মার্চ ২০২০ ১৪:৪৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১১২ বার।

বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে ক্রিকেটে সাত হাজার রানের মাইলফলক ছুঁলেন তামিম ইকবাল। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে সাত হাজারের কীর্তি গড়তে তামিমের দরকার ছিল ৮৪ রান।

ধীরে খেলার জন্য সমালোচিত হওয়া তামিম এ ম্যাচে একশ’ স্ট্রাইক রেটে খেলে ওই রান তুলে সাত হাজারের মাইলফলক স্পর্শ করেন। এই কীর্তি গড়তে ২০৬ ম্যাচ নিলেন তিনি। এর আগে সিরিজের প্রথম ম্যাচে ২৪ রান করেন তিনি।

বাংলাদেশ দলও দ্বিতীয় ওয়ানডে ম্যাচে তামিমের ব্যাটে এগোচ্ছে। এর আগে বাংলাদেশ দলের হয়ে প্রথম ওয়ানডে ফরম্যাটে পাঁচ হাজার, ছয় হাজারের মাইলফলক স্পর্শ করেন তামিম। দেশের হয়ে ওয়ানডেতে তামিমের পরে দ্বিতীয় সর্বোচ্চ ছয় হাজার ৩২৩ রান করেছেন সাকিব আল হাসান। তার পরে আছেন মুশফিকুর রহিম। তিনিও ছয় হাজারের মাইলফলক ছাড়িয়েছেন।

তামিম ইকবাল দেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে তিন ফরম্যাটে ১৩ হাজার রানের মাইলফলকও স্পর্শ করেছেন। টেস্টে দেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ চার হাজার ৪০৪ রান করেছেন তিনি। তার ওপরে আছেন মুশফিকুর রহিম। এছাড়া টি-২০ ফরম্যাটে তামিমের রান এক হাজার ৭১৭।