করোনাভাইরাস: কুয়েতে প্রবেশে কড়াকাড়ি, সনদ লাগবে বাংলাদেশিদের

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৪ মার্চ ২০২০ ০৭:৩৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৯৭ বার।

প্রাণঘাতী নভেল করোনাভাইরাস ঠেকাতে নতুন পদক্ষেপ নিয়েছে কুয়েত সরকার। বিশ্বের ১০টি দেশের নাগরকিদের কুয়েত প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করেছে তারা। বাংলাদেশ ও ভারতসহ ১০টি দেশের নাগরিকরা করোনাভাইরাসমুক্ত সনদ ছাড়া কুয়েতে যেতে পারবেন না।

মঙ্গলবার কুয়েতের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জানায়, এই দশ দেশের নাগরিকদের কুয়েত যেতে হলে কুয়েত দূতাবাসের সরবরাহকৃত করোনভাইরাস মুক্ত সনদ নিতে হবে। বাংলাদেশ ও ভারত ছাড়া বাকি দেশগুলো হল-ফিলিপাইন, শ্রীলঙ্কা, মিশর, সিরিয়া, আজারবাইজান, তুরস্ক, জর্জিয়া ও লেবানন। খবর গালফ নিউজের

টুইটারে এই বিবৃতি দিয়ে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ হুঁশিয়ারি করে দিয়েছে যে, করোনভাইরাস মুক্ত সনদ ছাড়া কোনোভাবেই এই দশ দেশের নাগরিকরা কুয়েতে প্রবেশ করতে পারবেন না। ৮ মার্চ থেকে এটি কার্যকর হবে। 

মধ্যপ্রাচ্যে ইরানের পর কুয়েতে সর্বোচ্চ করোনভাইরাসে আক্রান্ত হয়েছেন সেখানকার বাসিন্দারা। মঙ্গলবার পর্যন্ত সেখানে আক্রান্তের সংখ্যা ৫৬ জন।